ঐক্য_মানে_কী?
ঐক্য মানে কী সকল বিষয়ে একমত হওয়া না নির্দিষ্ট কিছু বিষয়ে একমত হওয়া।
সকল বিষয়ে কী একে অপরের সাথে একমত হওয়া সম্ভব? বোধকরি বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী কাউকেই আমরা পরস্পর সকল বিষয়ে একমত হতে দেখিনা। বরং একই পরিবারে নানা মত ও পথের লোকদের একসঙ্গে বসবাস করতে দেখি।
তবে কিছু বিষয়ে পরস্পর সমঝোতার ভিত্তিতে ঐকমত্য সম্ভব। যেমন কোন কোন ব্যপারে দল মত ভুলে পুরো গোষ্ঠী বা এলাকার লোকদের আমরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে দেখি।
বৃটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে এই সেদিনকার স্কুল ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনে আমরা একধরনের চিন্তার ঐক্য দেখেছি। হেফাজতের মুভমেন্টে আমরা দেখেছি আলেম ওলামাদের ঐক্য বৃহত্তর রাজনৈতিক ঐক্যে রুপান্তরিত হতে।
কিন্তু এসকল ঐক্য কি স্থায়ী হয়?
যদি না হয় তাহলে কেন হয়না? যে ঐক্য থেকে জাতির মুক্তির সূচনা হয়, জীবন ও রক্তের বন্ধন তৈরী হয়। এমন কী দেশ পর্যন্ত গড়ে উঠে...........।
সে ঐক্য কেন টেকে না?
একটু কী আমরা ভেবে দেখতে পারি সে ঐক্যে ফাটল কেন ধরে?
সে ঐক্যে ভাঙ্গন ধরে যখন আমরা অন্যের চাইতে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে চাই। আকারে ইংগিতে বুঝাতে চাই আমার অবদান বা গ্রহণযোগ্যতা বেশী। আমি তোমার চাইতে বেশী জনপ্রিয়.... ইত্যাদি ইত্যাদি।
তখন নিজের আপন ভাইটা পরশ্রীকাতর হবে। আপনার দোষ খুঁজে খুঁজে বের করবে। আর আপনি তাঁর প্রতিক্রিয়ায় পাল্টা তার দোষ খুঁজবেন, তাঁকে দুষবেন। ব্যাস ঐক্য ভাঙ্গার সূচনা হল। এক থেকে দুই , দুই থেকে তিন - তারপর একজন আরেকজন কে দেশদ্রোহী, বেঈমান, দালাল, নাস্তিক, এজেন্ট, মীরজাফর, কাপুরুষ, মুনাফিক, কাফের, জাহেল ইত্যাদি ডাকতে থাকবেন। সুযোগ থাকলে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধও বেঁধে যেতে পারে।
এখন আসুন নিজেকে প্রশ্ন করি—
আমি কি ঐক্য কী জিনিষ তা বুঝি?
দেশের জন্য, আদর্শের জন্য বা ধর্মের জন্য ঐক্য চাই বা ঐক্যের প্রয়োজন আছে বলে মনেকরি?
আমি কি আমার চিন্তা, চেতনা ও কর্ম কে ঐক্য রক্ষার উপযোগী বলে মনেকরি?
ঐক্য রক্ষায় দুই পক্ষ কখনও এগিয়ে আসেনা। একপক্ষ কে এগিয়ে আসতে হয়। পেছন থেকে নেতৃত্ব দিতে হয়। কৃতিত্ব বা বাহাদুরীর ইচ্ছা কুরবানী করতে হয়।
-- মজিবুর রহমান মন্জু