আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে এবি পার্টির শুভেচ্ছা
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস; প্রথমেই এবি পার্টি শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতির সেই সকল সূর্যসন্তানদের যারা শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা সেই ১৫৯ জন বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করছি ও একইভাবে স্মরন করছি শত শত আহত সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের; পরিবারবর্গের জন্য রইলো প্রানঢালা সহমর্মিতা।
দিবসটি উপলক্ষে এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলেইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অবঃ) ডাঃ আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও সমন্বিত পদক্ষেপে অনেক অশান্ত জনপদে শান্তি ফিরে এসেছে। হাজারো মাইল দূরের আফ্রিকার দেশ সিয়েরালিওন স্বীকৃতি স্বরূপ বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে।শান্তিরক্ষায় বাংলাদেশের সুনাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।বিভিন্ন অশান্ত জনপদে শান্তি প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব পালনকালে বাংলাদেশ তার অনেক বীর সেনানীকে হারিয়েছে কিন্তু এই ত্যাগ দায়িত্ব পালনে কখনোই বাঁধা হয়ে দাঁড়ায়নি।
<div class="o9v6fnle" cxmmr5t8="" oygrvhab="" hcukyx3x="" c1et5uql="" ii04i59q="" style="overflow-wrap:" break-word;="" margin:="" 0.5em="" 0px="" 0px;="" white-space:="" pre-wrap;="" font-family:="" "segoe="" ui="" historic",="" ui",="" helvetica,="" arial,="" sans-serif;="" color:="" rgb(5,="" 5,="" 5);="" font-size:="" 15px;="" animation-name:="" none="" !important;="" transition-property:="">
নেতৃবৃন্দ আরো বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্থানীয় জনগনের সাথে মিশে যাওয়ার ক্ষমতা মিশনে বাংলাদেশি সেনাদের মূল শক্তি। প্রতিটি মিশনেই বাংলাদেশিদের এ দক্ষতা জাতিসংঘ কর্মকর্তাদের মুগ্ধ করেছে। ব্যক্তিগত শৃঙ্খলা, প্রশাসনিক আর সামরিক দক্ষতার জন্য যে কোনো সামরিক কমান্ডারদের কাছে বাংলাদেশি শান্তিরক্ষীরা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকান সেনাপতিরা বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের দক্ষতা ও সাহসিকতায় মুগ্ধ ও আস্থাশীল। শান্তিরক্ষী মিশনে বহুজাতিক বাহিনীতে বাংলাদেশের শান্তিরক্ষীদের অনন্য অবদান বিশ্বের দরবারে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।