‘জনগণের কল্যাণে ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প নেই’
নিজস্ব প্রতিবেদকঃ এবি পার্টি কক্সবাজার জেলার সংগঠক ও উপজেলা প্রতিনিধিদের এক কর্মশালায় দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, জনগণের কল্যাণ সাধনের জন্য ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প নেই।
বর্তমান সরকার নির্বাচনের পথ রুদ্ধ করে গণতান্ত্রিক ধারা নিশ্চিহ্ন করতে চাইলেও জনগণ তা দীর্ঘদিন সহ্য করবেনা। নতুন রাজনীতির ভিত্তিতে জনগণের মাঝে নতুন জাগরণ সৃষ্টি করা হবে। অচিরেই এবি পার্টি ব্যাপক জনসমর্থন, দৃঢ় সাংগঠনিক ভিত্তি ও নির্বাচনমুখী গণতান্ত্রিক দল হিসেবে আবির্ভূত হবে।
তিনি বলেন, এবি পার্টি একটি কর্মসূচীভিত্তিক রাজনৈতিক দল। ৭ দফা কর্মসূচীর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
পর্যটন শহর কক্সবাজারের কলাতলিস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত 'সংগঠক ও উপজেলা প্রতিনিধিদের কর্মশালা উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা এবি পার্টির আহবায়ক এড. এনামুল হক সিকদার ও সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব এডভোকেট গোলাম ফারুক খান কায়সার। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। আরো বক্তব্য রাখেন, শিক্ষাবিদ মাস্টার শফিকুল হক,এড. ওসমান আলী, কক্সবাজার জেলা যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক শারেক, জেলা যুগ্ম আহবায়ক এড. নুরুল ইসলাম, ভিপি সৈয়দ করিম, যুবনেতা এম.এ ওয়াহেদ প্রমূখ।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক জননেতা জাহাঙ্গীর কাশেম বলেন বিভিন্ন মতবাদের আলোকে সাম্য প্রতিষ্ঠার নীতি ভুল প্রমানিত হয়েছে। যে সব দল বলে ক্ষমতায় যাওয়ার জন্য তারা রাজনীতি করেনা তারা মূলত: রাজনীতির ব্যাপারে অজ্ঞ।
প্রধান বক্তা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই রাষ্ট্র মেরামত করে কল্যাণ রাষ্ট্র গড়তে হলে রাজনীতির মজবুত পাটাতন দরকার। এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে রাষ্ট্র বিনির্মানের পাটাতন হিসেবে গ্রহণ করেছে।