দেশের রাজনৈতিক মোড় ঘোরাতে এবি পার্টির বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদকঃ শনিবার এবি পার্টির উদ্যোগে গাজীপুর জেলা আহবায়ক এম আমজাদ হোসেইন খানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আলী নাসের খান এর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দের সংবর্ধনা এবং যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারি সদস্য সচিব জনাব আনোয়ার সাদাত টুটুল, শ্রমিক নেতা আব্দুর রহমান।
এছাড়া গাজীপুর মহানগর এবি পার্টির আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সদস্য সচিব জনাব প্রভাষক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক বদরুল হুদা খান ও মাওলানা শফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাজীপুর মহানগরের সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব, সদস্য সচিব প্রভাষক শফিকুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সদস্য, ইয়ুথ ফোরাম থেকে মাসুদ জমাদ্দার রানা এবং মইনুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এবি পার্টিতে যোগদান করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আবু সায়ীদ, মানবাধিকার কর্মী সাথী বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ফাহিম হাসান সহ অর্ধশতাধিক কর্মী।