এবি পার্টির সমাবেশ বুধবার
নিজস্ব প্রতিবেদকঃ ৭ অক্টোবর ২০২০, বিকেল ৩টায়, এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (৪৫ বিজয় নগর, হোটেল 71 এর বিপরীত পার্শ্বে, সায়হাম স্কাই ভিউ টাওয়ার, লেভেল 4, পুরানা পল্টন,ঢাকা) ধর্ষকদের নৃশংসতা, বর্বরতা ও পশুসুলভ নির্যাতন রুখে দাঁড়ানোর দাবিতে নারী নিরাপত্তায় রাষ্ট্রের ব্যর্থতায় “প্রতিবাদ ও বিক্ষুব্ধ সমাবেশ” অনুষ্ঠিত হবে।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজ চিন্তক প্রফেসর ড. দিলারা চৌধুরী, লেখক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী গৌতম দাস, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও নারী নেত্রী রুবী আমাতুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী, মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর সমন্বয়কারী আফরোজা ইসলাম আঁখি সহ অনেকে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।