মসজিদে বিস্ফোরণ : ৪ দাবিতে তিতাসে এবি পার্টির স্মারকলিপি
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণে ২৬ জনের মৃত্যু এবং আরো ২০ জন গুরুতর আহত হন। এই ঘটনার পেছনে তিতাস গ্যাসের লীক্ হওয়া লাইন এবং সেখান থেকে নির্গত হওয়া গ্যাসই প্রধান কারণ বলে জানা যায়। নেতবৃন্দ এর সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে তারও দাবী জানান।
এবি পার্টির স্মারকলিপিতে নিম্নোক্ত ৪ দফা দাবী তুলে ধরা হয়-
১. ইতোপূর্বে তিতাস গ্যাসের সরবরাহ লাইনে
ত্রুটির কারনে যে সকল দূর্ঘটনা ঘটেছে তার তদন্ত প্রতিবেদন ও সুপারিশমালা প্রকাশ করা এবং তার প্রেক্ষিতে তিতাস গ্যাসের গৃহিত পদক্ষেপ সমূহ প্রকাশ করা;
২. হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে সমন্বিত টাস্কফোর্স গঠনপূর্বক তদন্তের ব্যবস্থা করা;
৩. গৃহিত সুপারিশ সমূহ বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া এবং তার প্রতিবেদন টাস্কফোর্সকে অবহিত করা;
৪. দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক ক্ষতিপূরনের পাশাপাশি পুনর্বাসন সহ তিতাস গ্যাসে চাকুরীর ব্যবস্থা নেয়া।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন স্মারকলিপি গ্রহন করেন। তিনি মনোযোগ দিয়ে নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং তদন্ত সহ সার্বিক বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও আলহাজ্ব এরশাদ হোসেন সাজু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় নেতা বিএম নাজমুল হক, সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবাইদুল্লাহ মামুন, শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব, মোফারসের আলম লেনিন, এএ আরিফ, আব্দুল হালিম নান্নু, আফ্রিদ হাসান তমাল, পারভেজ হোসেন, আবু বকর সিদ্দিক, এম.এ.কে সেলিম, আলাউদ্দিন সিদ্দিক, আনম সালেহ, হৃদয় হোসেন প্রমূখ।